
শেখ এরশাদ, কলকাতা : বিএসএনএলের ঠিকা কর্মীদের বকেয়া টাকা মেটানো এবং ২৬ দিনের কাজ দেওয়ার দাবিতে ফের পথে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। মঙ্গলবার ডালহাউসিতে বিএসএনএল ভবনের সামমে একটি সভার আয়োজন করে আইএনটিটিইউসি। সভায় উপস্থিত ছিলেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, আইএনটিটিইউসি নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব ঘাসফুল শিবির। ২০২৪ এর কেন্দ্রীয় বাজেটে তিরাশি হাজার কোটি টাকা বরাদ্দ করা হয় বিএসএনএলের খাতে। বরাদ্দ এই টাকা থেকে ঠিকা কর্মীদের বকেয়া টাকা মেটানোর দাবি জানানো হয় এদিনের সভা থেকে। বিএসএনএল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়.
শ্রমিকদের দাবি না মানা হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন আইএনটিটিইউসি-র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বরাদ্দ টাকা থেকে ঠিকা কর্মীদের বকেয়া মেটাতেই হবে. মগের মুলুক চলবে না বলেও হুঙ্কার দেন ঋতব্রত.