
ওঙ্কার ডেস্ক: দেশের প্রতিটা জেলাতে হবে ক্যানসার চিকিৎসাকেন্দ্র। আগামী তিন বছরের মধ্যে ২০০টি ‘ডে কেয়ার ক্যানসার সেন্টার’ চালু করবে কেন্দ্র সরকার। শনিবার সংসদে বাজেট পেশের সময় এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
শুধু ক্যানসার চিকিৎসাকেন্দ্র নয়, চিকিৎসাক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা তিনি বাজেটে ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের ডাক্তারি পড়ুয়াদের কথা মাথায় রেখে মেডিক্যাল কলেজগুলিতে আরও আসন সংখ্যা বাড়ানো হবে। গোটা দেশে আগামী বছরের মধ্যে ১০ হাজার আসন বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে মেডিক্যালে ৭৫ হাজার আসনবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র সরকার।
চিকিৎসাক্ষেত্রে কী কী সুবিধার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী, সেদিকে নজর ছিল স্বাস্থ্য মহলের। দেশের মানুষকে কিছুটা স্বস্তি দিয়ে ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক তুলে নেওয়ার ঘোষণা করেন তিনি। এ ছাড়া ৬টি জীবনদায়ী ওষুধের উপরে শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্তের কথা জানান নির্মলা সীতারমন।