
ত্রয়ণ চক্রবর্তী, কলকাতাঃ আগামীকাল অর্থাৎ বুধবারই ছাড়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। মঙ্গলবার মেডিকেল বুলেটিন দিয়ে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, চিকিৎসকরা প্রতিদিন তাকে বাড়িতে পর্যবেক্ষণ করতে যাবেন। ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে চলবে ফিজিওথেরাপি।
রাইলস টিউব দিয়ে খাওয়ানো হলেও নরম,তরল খাওয়াও দেওয়া হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। ২৯ জুলাই ফুসফুসে সংক্রমণ নিয়ে আলিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। গুরুত্ব অসুস্থ বুদ্ধবাবুকে ভেন্টিলেশনে রাখায়। এন্টিবায়োটিক দেওয়া শুরু হয়। অবস্থায় কিছুটা উন্নতি হওয়ার পর ভেন্টিলেশন থেকে বাইপ্যাপ মাধ্যম ব্যবহার করা হয়। শনিবার তার এন্টিবায়োটিক বন্ধ করা হয়। ফুসফুসের কর্মক্ষমতা বাড়ানো জন্য যে ফিজিওথেরাপি শুরু হয়। পাশাপাশি এদিন তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়ি স্যানিটাইজেশনও করা হয়েছে।