
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদের ভট্টাচার্য। জানা গিয়েছে শ্বাসজনিত সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আলিপুরের একটি বেরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে বলে খবর। অক্সিজেন সেচুরেশন অনেকটা কমে গিয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরে বুদ্ধদের ভট্টাচার্য অসুস্থ, বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। শনিবার অবস্থার অবনতি হলে, চিকিৎসকরা হাসপাতালের আইসিইউতে ভর্তির পরামর্শ দিয়েছেন।