
নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যজুড়ে তোলপাড় র্যা শন দুর্নীতি নিয়ে। এই দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মমতা বন্ধ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। গ্রেফতার হয়েছেন বালু ঘনিষ্ঠ রেশন দুর্নীতির অন্যতম পান্ডা বাকিবুর রহমান। এই আবহে শুক্রবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের বর্ধমান আরামবাগ রোডের তেলিপুকুর মোড়ে নাকা তল্লাশির সময় একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ৪০ লক্ষ টাকার বেশী। সূত্রে খবর, দু’জন মহিলা-সহ মোট পাঁচ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে রাইসমিল মালিক অচিন্ত যশকে সহজে চিহ্নিত করে পুলিশ। গাড়িটির ডিকি খুলতেই বেশ কয়েকটি ব্যাগ নজরে আসে পুলিশের। সেই ব্যাগ খুলতেই দেখা যায় কাগজে মোড়া নগদ টাকা। সেই টাকা কোথায় কেনও নিয়ে যাওয়া হচ্ছিল তা পুলিশকে জানতে পারেনি অচিন্ত। সূত্রে জানা গিয়েছে দক্ষিণ দামোদর এলাকায় বেশ কয়েকটি রাইসমিলের মালিক অচিন্ত যশ, বাকিবুর রহমানের কাছের লোক বলে পরিচিত।