
পূর্ব বর্ধমানের ফকিরপুর এলাকায় খালের ধারে চোলাই মদ তৈরি করছিল কিছু ব্যক্তি। সেই সময় আফগারি ডিপার্টমেন্ট বিশেষ অভিযান চালায়। পুলিশের গাড়ি দেখে পালানোর চেষ্টা করে তারা। বাঁচার জন্য খালে ঝাঁপ দেন এক বৃদ্ধ, নাম গনেশ মল্লিক। তাঁর পর থেকে এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সেই বৃদ্ধের। গনেশের খোঁজে নেমেছে পুলিশ। খালের জলে নামান হয়েছে সিভিল ডিফেন্সের বোর্ড।