
বিক্রমাদিত্য বিশ্বাস,রায়গঞ্জ: বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকেই প্রচার শুরু করেছেন কৃষ্ণ কল্যানী। বুধবার তিনি রায়গঞ্জ পৌরসভার কোওর্ডিনেটরদের সাথে বসে আগামীদিনের কর্মসূচি ঠিক করেন।এরপর বৃহস্পতিবার সকাল থেকেই জোর কদমে প্রচার শুরু করেন রায়গঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী। সকাল থেকে দেবীনগর বাজারে জনসংযোগে নামেন তিনি। তার সাথে ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ এলাকার ওয়ার্ড কোওর্ডিনেটরেরা। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী বলেন, এটা রাজ্যের ভোট তাই রায়গঞ্জ এর মানুষ এবারে মমতা বন্দোপাধ্যায় এর হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসেকেই ভোট দেবে।