
ওঙ্কার ডেস্ক: নিয়োগ সম্পর্কে ভুয়ো বিজ্ঞপ্তি অনলাইনে ছড়িয়ে পড়েছিল। যে বিষয়টি নজরে আসে মন্ত্রিসভার সচিবালয়ের। প্রতারকদের ফাঁদে যাতে কেউ না পড়েন সেই বিষয়টি মাথায় রেখে মানুষকে সচেতন করতে বিবৃতি দিল ভারত সরকারের মন্ত্রিসভা সচিবালয়।
বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিসভা সচিবালয়ের নজরে এসেছে যে ১৭৩৬টি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (জিডি) পদের নিয়োগ সংক্রান্ত একটি ভুয়ো বিজ্ঞাপন অনলাইনে প্রচার করা হচ্ছে। এছাড়াও, প্রতিবেদনে বলা হয়েছে যে এই জাল নিয়োগের সাথে সম্পর্কিত কথিত লিখিত পরীক্ষার জন্য জাল প্রবেশপত্রও বিতরণ করা হচ্ছে। মন্ত্রিসভার সচিবালয় স্পষ্টভাবে এই ধরনের নিয়োগের বিজ্ঞাপন অস্বীকার করে এবং স্পষ্ট করে যে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (জিডি) নিয়োগের জন্য কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
পাশাপাশি জানানো হয়েছে, সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করার এবং নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য কেবল মন্ত্রিসভা সচিবালয় বা ভারত সরকারের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য বিভিন্ন সময়ে প্রতারকরা বেকার চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা হাতাতে নানা ধরণের ফাঁদ পাতে। না জেনে অনেকে সেই ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হন। এই ধরণের ভুয়ো বিজ্ঞপ্তি এড়িয়ে চলার পাশাপাশি কেবলমাত্র সরকারি মাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপন দেখে চাকরির প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।