বিশেষ প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ ভারতের এক কূটনীতিককে বহিষ্কার করল কানাডা। যদিও এই ঘটনা সহজে মেনে নেয়নি ভারত। পালটা কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত সরকার। প্রসঙ্গত, কানাডার এক গুরুদ্বারে খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনার পরই খলিস্তানপন্থীরা অভিযোগ করে, ভারত এর সঙ্গে যুক্ত। এরপর কার্যত খলিস্তানিদের অভিযোগে সিলমোহর দিয়ে ভারতের এক কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা প্রশাসন। যদিও কানাডার যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে তলব করা হয়েছিল। কানাডার এক উচ্চপদস্থ কূটনীতিককে বহিষ্কার করার কথা তাঁকে জানিয়ে দেওয়া হয়। আগামী পাঁচদিনের মধ্যে সেই বহিষ্কৃত কূটনীতিককে ভারত ছাড়তে বলা হয়েছে।
মঙ্গলবার কানাডার হাইকমিশনার ক্যামের ম্যাকেয়কে বিদেশ মন্ত্রকের তরফে তলব করা হয়েছিল। সেখানে বৈঠকের পর বেরিয়ে এসে মেজাজ হারাতে দেখা যায় তাঁকে। এদিকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জেরেই দিল্লির এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। কানাডায় কোনও হিংসাত্মক ঘটনার সঙ্গে ভারতের যোগ থাকার অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে জানানো হয়েছে।
এদিকে কানাডা ইস্যুতে মোদি সরকারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে কংগ্রেস। দেশের স্বার্থের প্রসঙ্গ উঠলে রাজনীতি নয়, কানাডা ইস্যুতে স্পষ্ট বার্তা বিরোধী কংগ্রেস শিবিরের।