
ওঙ্কার ডেস্ক:আই এস এফ ও তৃণমূল সংঘর্ষে উত্তাল ক্যানিং। তৃনমূলের অভিযোগ তাদের তিনজন কর্মী কে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে আই এস ইফ সমর্থকেরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডেভিসাবাদ গ্রামে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন মুজিবর রহমান সর্দার, মনিরুল পুরকাইত ও নাসিরন সর্দার। আই এস এফ সমর্থক সাদ্দাম হোসেন লস্কর, রাজিবুল লস্কর হামলা চালিয়েছে বলে অভিযোগ। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন আই এস এফ নেতৃত্ব।