
শেখ এরশাদ, কলকাতাঃ ইতিহাসের সাক্ষ্যবহনকারী শহর কলকাতায় মুঘল আমল থেকে শুরু করে ইংরেজ আমলে ব্যবহৃত কামান ,অন্যান্য অস্ত্র, নানান ধরনের দুষ্প্রাপ্য মূর্তি ও সামগ্রী উদ্ধার হলেও, কামানের গোলা বা ক্যানন বল পাওয়া যায়নি। এই প্রথম কামানের গোলা উদ্ধার হল বৃহত্তর কলকাতায়।
সম্প্রতি শিবপুর থানার সংলগ্ন স্থানে জলের পাইপ লাইনের কাজ করার সময় দুখানি কামানের গোলা বা ক্যানন বল উদ্ধার করা হয়। রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হতে যাওয়া জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিশিয়াল ট্রাস্টি অফ ওয়েস্ট বেঙ্গল বিপ্লব রায় বলেন, কামানের এই গোলাগুলি ১৮৮০ থেকে ১৯০০ সালের মধ্যে ব্রিটিশরা তাদের ব্যবহারের জন্য প্রস্তুত করেছিল।
এই হেভি কামানের গোলাগুলি মূলত নদী বা সমুদ্রের পাড়ের অংশে রাখা হতো শত্রুপক্ষের বড়সড় জাহাজকে ক্ষতিগ্রস্ত করে ডুবিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে নেভাল শিপ যেগুলি যুদ্ধে সে সময় ব্যবহার করা হতো সেগুলি নদীপথে বা সামুদ্রিক এলাকায় যাতে আক্রমণ সানাতে না পারে তাই এই ধরনের হেভি ক্যানন বল ফায়ার করে যুদ্ধ জাহাজগুলিকে ডুবিয়ে দেওয়ার মাধ্যমে শত্রুপক্ষকে দুর্বল করে তোলা হত।
উদ্ধার হওয়া এই কামানের গোলাগুলিকে আগামী দিনে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হতে যাওয়া দুষ্প্রাপ্য সামগ্রী নিয়ে যে জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার গড়ে তোলা হচ্ছে সেখানেই রাখা হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং গবেষকদের জন্য খুলে দেওয়া হবে।