
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই দফতরে হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সময়ের আগে সিবিআই এর দপ্তরে প্রবেশ করেন তিনি তাকে সন্ধ্যা ছটার মধ্যে হাজিরা দিতে বলা হয় নিজাম প্যালেসে নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে অর্থাৎ পাঁচটা বেজে ৫৩ মিনিটে পৌঁছে যান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। এদিন গভীর রাত পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। বিভিন্ন অসংগতির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা।