
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
কলকাতার আর জি কর হাসপাতালের চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল দেশ, দিল্লি এইমস সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বিক্ষোভে নেমেছেন মেডিক্যাল পড়ুয়া সহ চিকিৎসক সমাজ,।
তারই জেরে সোমবার জরুরী ভিত্তিতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ডেকে ছিলো কলেজ কাউন্সিলের বর্ধিত সভা, যে সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিদুৎ, পূর্ত দফতরের উচ্চ পদস্থ আধিকারিকেরা।
বৈঠক শেষে, গৃহীত সিদ্ধান্ত প্রসঙ্গে জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল ডাঃ প্রবীর কুমার দেব আরও বলেন,
মহিলা এবং পুরুষ চিকিৎসকদের ডিউটি রুম , বাথরুম সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক দের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ইতোমধ্যেই কলেজ এবং হাসপাতালের বেশকিছু স্পর্শকাতর এলাকাকে চিহ্নিত করে বাড়তি সিসি ক্যামেরা লাগানোর অনুমোদন দিয়েছে নবান্ন।
আজ সোমবার রাত থেকেই বর্ধিত সভার গুরুত্বপুর্ন সিদ্ধান্ত লাগু করা হলো, যার মধ্যে রুগীদের সঙ্গে হাসপাতালের ওয়ার্ডের ভেতরে প্রবেশ করা নিকট আত্মীয়দের ক্ষেত্রেও বিশেষ কার্ড সহ নিয়মনীতি জারী করা হচ্ছে।