
স্পোর্টস ডেস্ক : এবছর কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা শুরু হবে ২৫ জুন। বৃহস্পতিবার আইএফএ অফিসে প্রিমিয়ার ডিভিশন লিগে অংশ নেওয়া ক্লাবগুলোর প্রতিনিধিদের নিয়ে এই ডিভিশনের খেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এদিনের আলোচনায় আইএফএ বাংলা ফুটবলের স্থানীয় প্রতিভাদের উন্নতির লক্ষ্যে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ গুলোতে প্রথম একাদশে সাত জন ভূমিপুত্র ও চারজন ভিন রাজ্যের খেলোয়াড় খেলানোর নিয়ম চালু করার প্রস্তাব দেয়। অধিকাংশ ক্লাবই সচিবের এই প্রস্তাব কে স্বাগত জানায়। কিছু ক্লাব এই প্রস্তাবের বিপক্ষে মতামত দেয়। এ ছাড়াও আরও কিছু বিষয়ে আলোচনা হয়েছে। সচিব জানিয়েছেন খুব শীঘ্রই আবার ক্লাব দের সঙ্গে বসে বিষয়গুলো চূড়ান্ত করা হবে।সভায় ক্লাব প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল, সহ সচিব সুফল রঞ্জন গিরি, রাকেশ ঝাঁ, নজরুল ইসলাম।এর আগে প্রিমিয়ার ও প্রথম ডিভিশন লিগ কমিটির সঙ্গে এক বৈঠকে মিলিত হন আইএফএ পদাধিকারীরা।