
প্রশান্ত দাস,মালদা:সোমবার ভর সন্ধ্যায় সোনার দোকানে ভয়াবহ ডাকাতির পর থেকে থমথমে মালদহের চাঁচল।মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।সিসিটিভি ফুটেজ ও সংগ্রহ করেন তারা।তবে এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন এলকার ব্যবসায়ীরা। এই ঘটনা এলাকায় ব্যবসার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।পাশাপাশি এলাকায় পুলিশ পেট্রোল ফের শুরু করার ও দাবি করেছেন তারা।অপরদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।তাদের দাবি এলাকায় পুলিশের সক্রিয়তা থাকলে এই ধরনের ঘটনা ঘটতো না।উল্লেখ্য চাঁচল থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সোমবার ভরসন্ধ্যায় একটি সোনার দোকানে ডাকাতি হয় বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে সোনার দোকানে ঢুকে সেখানে থাকা গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় ডাকাতরা বলে জানা গেছে। আগ্নেয়াস্ত্র দেখে ভয় পেয়ে যান দোকানের কর্মীরা, সেই সুযোগে একের পর এক গয়না সাফ করে দেয় ডাকাতরা। এমনকী এই ডাকাতি করার সময় চলে গুলিও বলে অভিযোগ। তারপর ঘটনাস্থলে পুলিশ এলে বিক্ষোভে ফেটে পড়ে আম জনতা।