
সুনন্দা দত্ত, হুগলীঃ জানা গেছে ভদ্রেশ্বর বিঘাটির বাসিন্দা যুবক সুপ্রিয় সাঁতরার(২৮) সঙ্গে ভদ্রেশ্বরের বাসিন্দা গৌতম দাসের বচসা হয় ভদ্রেশ্বর স্টেশন রোডে।গাড়িতে ধাক্কা লেগে যাওয়া নিয়ে বচসা।শুরু হয় গালিগালাজ ও অভিযোগ বচসা চলার সময় গৌতমকে লোহার রড দিয়ে মারে সুপ্রিয়।মাথা ফেটে যাওয়ায় নিজের গাড়ি করে তাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।চোট সামান্য থাকায় চিকিৎসক আহতকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়।হাসপাতালের গেটে অপেক্ষা করছিল সুপ্রিয়।আহত গৌতমের পরিজনরা ঘটনার খবর পেয়ে চন্দননগর হাসপাতালে চলে আসে। আবারও শুরু হয় বাদানুবাদ। অভিযোগ বেধরক মারধোর করা হয় সুপ্রিয়কে।হাসপাতাল গেটেই লুটিয়ে পরে সে।কয়েকজন মিলে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে যুবকের।
ভদ্রেশ্বর বিঘাটিতে চলে আসেন যুবকের পরিবার ও গ্রামের লোকজন।হাসপাতালে উত্তেজনা ছড়ায়।চন্দননগর থানার পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দননগর থানা থেকে পুলিশ বাহিনী আসে হাসপাতালে।
পুলিশ ঘটনায় পাঁচজনকে আটক করেছে।