
কৌশিক কোলে,চন্দননগর:
আর জি করের চিকিৎসক পড়ুয়া খুনের ঘটনার ব্যাপক প্রভাব ফেলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়।এই ঘটনার প্রতিবাদে বেশ কিছু দুর্গাপুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে এবং অনেক কমিটি আলোকসজ্জার কাজ বাতিল বা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের সিদ্ধান্তের ফলে আর্থিক সংকটের মুখে পড়ছেন চন্দননগরের আলোকশিল্পীরা। সারা বছর তারা এই তিন মাসের উৎসবের জন্য অপেক্ষা করেন। দুর্গাপুজোর সময়ে যে বিশাল অর্ডার আসে, সেটাই তাদের প্রধান রুটি-রুজি। কিন্তু বিভিন্ন দুর্গাপুজো কমিটির অর্ডার বাতিলের জেরে এখন তারা কঠিন আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। এই বিষয়ে সুশ্বেতা পাল জানিয়েছেন, শিলিগুড়ির একটি বড় পুজো কমিটি তাদের অর্ডার বাতিল করায়, তারা বাধ্য হয়ে বেনারসের একটি কাজের জন্য যোগাযোগ করছেন।
অন্যদিকে, এখনও যারা আলোর কাজ নিয়ে ভাবছেন, তাদের জন্য শিল্পীরা নতুন ডিজাইন এবং আরও সাশ্রয়ী বাজেটে কাজ করার প্রস্তাব দিচ্ছেন।
তবেএই চ্যালেঞ্জের সময়েও শিল্পীরা আশাবাদী যে, পরিস্থিতির উন্নতি ঘটবে এবং দুর্গাপুজোর আয়োজন সম্পূর্ণরূপে বন্ধ না হয়ে সীমিত আকারে হলেও চলবে।