
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগণাঃ আর জি কর কাণ্ডের প্রতিবাদে সামিল সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও। যে যার মতো যেমন ভাবে সম্ভব প্রতিবাদ করছেন। এবার প্রতিবাদে সরব হলেন বিখ্যাত নাট্যকার চন্দন সেন। তিনি ঘোষণা করেন ২০১৭ সালে রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু পুরস্কার রাজ্য সরকারকে তিনি ফেরত দিতে চান। কারণ রাজ্যে যে অমানবিক অবস্থা চলছে এবং যেভাবে কর্মরত ওই চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে তিনি রাজ্য সরকারের কোন ভূমিকা না দেখতে পেরে রাজ্য সরকারকে আবেদন করছেন তার দীনবন্ধু পুরস্কার ফেরত নেওয়া জন্য। ইতিমধ্যেই তিনি রাজ্য সরকারে তথ্য দপ্তরকে মেইল করে তার সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন।পাশাপাশি তিনি তথ্য সচিবকে জানিয়ে দিয়েছেন আর্থিক মুল্য ২৫০০০ টাকাও ফেরত দিতে চান তিনি। চন্দন সেন বলেন, আমার বাবাও একজন চিকিৎসক ছিলেন। তাই ডাক্তারের প্রতি এই পাশবিক নির্যাতন এবং খুনের প্রতিবাদে তার এই দিনবন্ধু পুরস্কার ফেরত দিতে চান।