
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি : বুধবার সন্ধ্যায় চাঁদের মাটি স্পর্শ করে ভারতের মহাকাশযান চন্দ্রযান ৩। সঠিক সময় মতোই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে বিক্রম ল্যান্ডার। চন্দ্রায়ন ৩ এর এই সফল অভিযানে সামিল ছিলেন জলপাইগুড়ির ছেলে কৌশিক নাগ।জলপাইগুড়ি শহরের মহন্ত পাড়ার বাসিন্দা কৌশিক। বয়স মাত্র ২৯। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার টীম চন্দ্রযান ৩ এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের গ্রুপে ছিলেন কৌশিক।চন্দ্রযান ৩ যখন চাঁদের দক্ষিন মেরু স্পর্শ করলো টিভিতে সরাসরি সেই সম্প্রচার দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন কৌশিকের মা সোনালি নাগ সহ তার গোটা পরিবার।
ইতিহাস সৃষ্টি করা চন্দ্রযান ৩ এর সফল অভিযানে জলপাইগুড়ির কৌশিক থাকায় গর্বিত তার পরিবার সহ আপামর জলপাইগুড়ি শহরবাসী।