
প্রতীতি ঘোষ,ব্যারাকপুর : ব্যারাকপুর মহকুমার বাসিন্দাদের চিকিৎসা ক্ষেত্রে আরো সুবিধা দিতে ব্যারাকপুরে উদ্বোধন করা হলো আরো একটি সুপার স্পেশালিটি বেসরকারি হাসপাতাল। সোমবার এই বেসরকারি হাসপাতালটির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মন্ত্রী রথীন ঘোষ। এদিন সাগর দত্ত হাসপাতালে দালাল রাজ নিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্রের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, তার অভিযোগ সম্পর্কে আমি কিছু জানি না। তবে রাজ্যের সরকারি হাসপাতালে দালাল চক্র যদি সক্রিয় হয়ে থাকে তা তদন্ত করে দেখা হবে। সেই সঙ্গে তিনি আরও বলেন, সবাইকে বুঝতে হবে,যে কোন হাসপাতালে রোগীদের জন্য আই সি ইউ চাইলে সে ক্ষেত্রে আরও অন্যান্য যারা রোগী আছেন তারা হয়তো বঞ্চিত থেকে যাবেন। সেটা প্রত্যেকের বিবেকের ভেবে দেখা উচিত।
পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও মানুষকে আরও বেশি সচেতন হওয়ার বার্তা দেন।