
স্পোর্টস ডেস্কঃ জয়ের হ্যাটট্রিকের পর মুখ থুবড়ে পড়ল কলকাতা নাইট রাইডার্স। দিল্লির বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের পরের ম্যাচে ব্যাটিং বিপর্যয়। সোমবার সন্ধেয় চেন্নাইয়ের বিরুদ্ধে একশো করতে নাস্তানাবুদ নাইটরা। জোড়া হারের পর চিপকে ৭ উইকেটে জিতল চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক ধোনিদের। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে কেকেআর। জবাবে ১৭.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় সিএসকে। রবীন্দ্র জাদেজার ঘূর্ণি ম্যাচের ভাগ্য বদলে দেয়। ১৮ রানে ৩ উইকেট শিকার চেন্নাইয়ের অলরাউন্ডারের। ৬৭ রানে অপরাজিত ঋতুরাজ গায়কোয়াড়। ইনিংসের প্রথম বলে ফিল সল্টের উইকেট হারালেও পাওয়ার প্লে তে ম্যাচের রাশ ছিল নাইটদের হাতে। ৬ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে কেকেআরের রান ছিল ৫৬। কিন্তু জাড্ডুর এক ওভার ম্যাচের রং বদলে দেন। ওভারের প্রথম এবং পঞ্চম বলে ফিরিয়ে দেন অঙ্গকৃষ রঘুবংশী (২৪) এবং সুনীল নারিনকে (২৭)। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।