
স্পোর্টস ডেস্ক : ১২ তম ন্যাশনাল স্কুল চেস চ্যাম্পিয়নশিপ-এর আন্ডার -৯ ওপেন ক্যাটেগরিতে সোনার পদক পেল বাংলার ঐশিক মণ্ডল। আগামী “এশিয়ান স্কুলস চেস চ্যাম্পিয়নশিপ ২০২৪”-এ ভারতীয় দাবা দলের হয়ে থাইল্যান্ডে খেলতে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছে তৃতীয় শ্রেণীর এই পড়ুয়া।
বিহারের পাটনায় টানা পাঁচদিন ধরে ন’টি রাউন্ডে চলে অল ইন্ডিয়া চেস ফেডারেশন আয়োজিত ক্লাসিকাল ম্যাচের এই যুদ্ধ। অধিকাংশ ম্যাচেরই দৈর্ঘ্য ছিল তিন-চার ঘন্টা করে। প্রতিযোগিতা চলাকালীন উপস্থিত ছিলেন প্রখ্যাত দুই ভারতীয় গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া এবং প্রভীন থিপসে।
চেসবেস-এর তরফে জানা যায়, পুরো টুর্নামেন্টই অপরাজিত ছিল বাংলার ঐশিক। সাতটি উইন এবং দুটি ড্র। বাংলার এই খুদে শুরু করে সিক্সথ সিড হিসেবে। এরপর দ্বিতীয় স্থানাধিকারী থেকে শুরু করে ষষ্ঠ স্থানাধিকারী পর্যন্ত প্রথম পাঁচজনকেই একে একে ফেস করে ঐশিক। উল্লেখ্য, বাকি প্রতিযোগীদের মধ্যে অনেকেই বিগত বছরগুলিতে ন্যাশন্যাল চ্যাম্পিয়ন-এর পদ পাওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরেও পদক জয় করেছিল।
৬ বছর বয়স থেকে দাবা খেলার সঙ্গে পরিচয় ঐশিকের। আর আজ এমন পারফরম্যান্স-এ রীতিমতো তাক লাগিয়েছে এই খুদে খেলোয়াড়।
ঐশিক ছাড়াও বাংলার আরেক খুদে দাবাড়ু মৈত্রেয়ী মণ্ডল এই প্রতিযোগিতায় আন্ডার ১৩ গার্লস ক্যাটেগরিতে সোনার পদক পায়।