
নিজস্ব প্রতিনিধিঃ শনিবার সকালেই সন্দেখালিতে পৌঁছালেন পশ্চিমবঙ্গ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব ছিলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস। সন্দেশখালী কাণ্ডে তদন্তের জন্য তাঁরা আজ কাহারপারা,লস্কর পাড়া,দাসপাড়া অঞ্চলে যাবেন এবং সেখানকার নির্যাতিতা মহিলাদের শিশু সন্তানরা কি পরিস্থিতিতে বসবাস করছেন সেগুলি খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে। শেষ দু সপ্তাহ রাজনৈতিকহিংসা,ভাঙচুর,মারধর, অগ্নিসংযোগ এমনকি ৫ বছরের শিশুকে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছিল। সেই সব খতিয়ে দেখতে এদিন পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই ৪ জনের প্রতিনিধি দল পৌঁছায় সন্দেশখালীতে। যদিও সেখানে ৭ টি গ্রাম পঞ্চায়েতের ১৯ টি গ্রামে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি রয়েছে। তার মধ্যেই আগামী কাল ১৮ ফেব্রুয়ারী রবিবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্যের নেতৃত্বে ৬ জনের একটি প্রতিনিধি দল সন্দেশখালী যাবার কথা রয়েছে। তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর সেদিন সরবেরিয়ায় অথবা ধামাখালীতে একটি দলীয় সভা করার কথা রয়েছে।