
নিজস্ব প্রতিবেদক, ওঙ্কার বাংলা: বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সেদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়েছে। এবার এই গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন তাঁর অনুগামীরা। সোমবার বিকেল থেকে চট্টগ্রামে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সেই সঙ্গে সন্ধ্যায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কর্মীরাও ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভ থেকে চিন্ময়ের মুক্তির দাবি জানান তাঁরা।
প্রসঙ্গত সোমবার বিকেলে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ গোয়েন্দা শাখা। বিমানে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল।
উল্লেখ্য গত ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ চট্টগ্রামে এক সমাবেশ করে। সেই সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তোলা হয়। তাঁর বিরুদ্ধে বিএনপি নেতা ফিরোজ খান রাষ্ট্রদ্রোহের মামলা করেন।
অন্যদিকে চিন্ময়ের গ্রেফতারের নিন্দা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এই সংগঠনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে সনাতনী নেতার মুক্তির দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশঙ্কা করা হয়।