
ওঙ্কার বাংলা ডেস্ক: চিন্ময়কৃষ্ণ দাসের আগাম জামিনের শুনানির আবেদন খারিজ করে দিল চট্টগ্রাম আদালত। মামলাটি এগিয়ে আনার আবেদন করেছিলেন সন্ন্যাসীর আইনজীবী। কিন্তু সেই আবেদনের শুনানি হল না বুধবার। আদালতের তরফে আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে। আবেদনকারী আইনজীবীর অভিযোগ, তিনি যখন চট্টগ্রামের কোর্টে যান সেই সময় বহু আইনজীবী তার আবেদনের বিরোধিতা করেন। শুধু তাই নয়, বিচারকের সামনে সমস্বরে চিৎকার করে বিচার প্রক্রিয়ায় বাধা দেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন অন্যান্য আইনজীবীরা। তাঁদের দাবি, ঢাকা থেকে যে আইনজীবী চিন্ময়কৃষ্ণের মামলার শুনানির জন্য গিয়েছিলেন চট্টগ্রামে তাঁর কাছে প্রয়োজনীয় ওকালতনামা ছিল না। আর সেই কারণে আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত রাষ্ট্রদ্রোহের অভিযোগে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশ প্রশাসন। চলতি মাসের শুরুতে মামলাটি আদালতে উঠলেও কোনও আইনজীবী পাননি নিজের পক্ষে। মামলাটি এক মাস পিছিয়ে দেন বিচারক। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত। সেই শুনানি এগিয়ে আনার জন্য নতুন করে আবেদন করেছিলেন চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী।