
সুরজিৎ দাস,নদীয়াঃ গত ২৫ অক্টোবর সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ প্রশাসন গ্রেফতার করে। তারপর থেকে বাংলাদেশের সনাতনী হিন্দু ধর্মালম্বীদের ওপর অত্যাচার বেড়েই চলেছে।এরই প্রতিবাদে পথে নেমেছে ইসকন সহ বিভিন্ন সনাতনী সংগঠন। এবার সেই প্রতিবাদে সামিল হলো ইসকনের হেডকোয়ার্টার, নবদ্বীপের মায়াপুর।
রবিবার মায়াপুরের ইসকনের পক্ষ থেকে নাম সংকীর্তনের মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হয়। রবিবার সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা পর্যন্ত নাম সংকীর্তন এর মধ্যে দিয়ে বাংলাদেশ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এই প্রতিবাদে সামিল হয়েছিলেন ইসকনের সদস্যরা ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ।
এই প্রসঙ্গে মায়াপুরের রসিক গৌরাঙ্গ দাস বলেন, আমরা নাম সংকীর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের এই পরিস্থিতির যাতে দ্রুত উন্নতি হয় সেদিকে নজর দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি।