
ওঙ্কার ডেস্ক:মঙ্গলবার ও জামিন পেলেন না চিন্ময়কৃষ্ণ দাস, এক মাস পর ২ রা জানুয়ারী মামলার পরবর্তী শুনানির তারিখ দিল চট্টগ্রাম আদালত। যার জেরে আরো একমাস চট্টগ্রামের জেলে থাকতে হবে তাকে। ২৬ শে নভেম্বর চট্টগ্রাম আদালত জেল হেফাজত দেওয়ার পর আজ ছিল মামলার পরবর্তী শুনানি, বাংলাদেশী সংবাদ মাধ্যম সূত্রে খবর, কোর্টে চিন্ময়কৃষ্ণ দাস প্রভুর হয়ে লড়াই করার জন্য আসতে রাজি হননি তার কোনো আইনজীবী। যার জেরে আজকের মতো মামলা মুলতুবি রেখে আদালত ২রা জানুয়ারী পরবর্তী শুনানির দিন দেন, এদিন চিন্ময়কৃষ্ণ দাসকেও আদালতে হাজির করেনি বাংলাদেশী পুলিশ। চিন্ময় দাসের হয়ে আদালত লড়তে আসলে তাদের উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করেছিলেন তার এক আইনজীবী যে কারনেই কেউ আজ কোর্টে হাজির হতে রাজি ছিলেন না।সোমবার রাতে ইসকনের কলকাতা শাখার মুখপাত্র রাধারমণ দাস অভিযোগ করেছেন, চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীর উপর মৌলবাদীরা হামলা করেছে এবং তিনি আইসিউতে ভর্তি রয়েছেন। গত ২৫ শে নভেম্বর রাষ্ট্রদ্রোহের কারণে গ্রেফতার হওয়ার পর ২৬ শে নভেম্বর চিন্ময় দাসের জেল হেফাজত দেয় কোর্ট যার পরে উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রাম কোর্ট চত্তর এবং গোটা বাংলাদেশ, যার প্রভাব কিছুটা দেখা গেছে আজও, প্রথম থেকেই হিন্দুদের বিভিন্ন জমায়েতের কারণে উত্তপ্ত ছিল পরিস্থিতি। তারই মধ্যে ২৬ শে নভেম্বর ঝামেলার মধ্যে সরকারী আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে অন্য সরকারী আইনজীবীরা। কিন্তু মামলার দিন পিছিয়ে দেওয়ার পর তারা দাবী করেন যে বাংলাদেশে এখনও সঠিক ন্যায় বিচার আছে, যে কারনের জন্যই শুনানির দিন পেছানো হয়েছে যাতে চিন্ময় প্রভু নিজের বক্তব্য কোর্টের সামনে রাখতে পারেন। তারা দাবি করেন এটাই সঠিক ‘ন্যায়বিচারের অংশ’।