
সুরজিৎ দাস, নদীয়াঃ গত ২৫ অক্টোবর সোমবার বাংলাদেশ প্রশাসন ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। তার পর থেকেই একের পর এক প্রতিবাদের ঝড় উঠেছে বাংলাদেশ ভারতের বিভিন্ন জায়গায়। এই ঘটনার পর বাংলাদেশে হিন্দুদের একাধিক মঠ, মন্দির, দোকান ও বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এই ঘটনার প্রতিবাদ কলকাতা, জলপাইগুড়ি সহ অন্যান্য সনাতনী মহল থেকে জানানো হচ্ছে।বুধবার নদীয়ার কৃষ্ণনগরেও দেখা গেল একই ছবি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমে মিছিল করলো সনাতন ঐক্যমঞ্চ।
কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে শুরু করে এই মিছিল। মিছিলে সনাতনী মহল, বিভিন্ন সাধু-সন্তরাও যোগ দিয়েছেন। সনাতনী মঞ্চের পক্ষ থেকে নদীয়া জেলা শাসকের কাছে একটি ডেপুটেশনও জমা দিয়েছেন। তারা চিন্ময় প্রভুকে দ্রুত ছেড়ে দেওয়ার দাবি করেছেন।
ঐক্য মঞ্চের এক সদস্য বলেন, যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আত্যচার চালানো হচ্ছে তা একেবারেই কাম্য নয়। হিন্দুদের বিভিন্ন মঠ, মন্দির, দোকান ও বাড়ি জালিয়ে দেওয়া হয়েছে। এবিষয়ে বাংলাদেশ সরকার কোনও পদক্ষেপ নেয়নি। তাছাড়াও চক্রান্ত করে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে বলেই তাদের দাবী। তাই বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই প্রতিবাদী মিছিলে তারা যোগ দিয়েছেন পাশাপাশি তারা সাধারণ মানুষকেও মিছিলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।