
বিক্রমাদিত্য বিশ্বাস, চোপড়া:
চোপড়া কাণ্ডে আরো দুইজনকে গ্রেফতার করলো পুলিশ।ধৃতদের নাম আব্দুল রউফ ও তাহের ইসলাম।অপরদিকে বৃহস্পতিবার নির্যাতিতদের সঙ্গে কথা বলতে লক্ষীপুর গ্রামে পৌঁছান ন্যাশনাল হিউম্যান রাইটসের প্রতিনিধিরা।
। প্রায় দু’ঘণ্টা তাঁদের সঙ্গে কথা বলেন কমিটির সদস্যরা। কথা বলেন তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও। এলাকার মানুষদের থেকেও বিস্তারিত খোঁজখবর নেন। এরপর বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি তাঁরা। চারজনের এই প্রতিনিধি দলে একজন মহিলা আধিকারিকও রয়েছেন। এদিকে চোপড়া কাণ্ডে আরও দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম আব্দুল রউফ ও তাহেরুল ইসলাম। দুজনেই চোপড়ার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। এই নিয়ে এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হল। ঘটনার ভিডিও দেখেই এদের চিহ্নিত করা হয় বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবিকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।