
ওঙ্কার ডেস্ক : চোপড়ায় যুগলকে মারধরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে. এবার এ বিষয় মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী. তিনি বলেন, ‘সন্দেশখালির পর এবার চোপড়া. পরপর এমন ঘটনায় দেশের সামনে বাংলার ভাবমূর্তি তলানিতে গিয়ে ঠেকেছে’. পাশাপাশি, চোপড়াকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারি প্রসঙ্গে শাসকদলকে কড়া নিশানা করেন কংগ্রেস নেতা.