
বিক্রমাদিত্য বিশ্বাস, চোপড়া : বেশ কয়েকদিন আগে গণপিটুনির ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল উত্তর দিনাজপুরের চোপড়ায়. সামনে এসেছিল তৃণমূল নেতা জেসিবি-র একের পর এক কুকীর্তি. সেই ঘটনা এখনও ভুলতে পারেনি রাজ্যবাসী. তার মাঝেই ফের খবরের শিরোনামে চোপড়া. এবার পুলিশকে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে.
জানা যায়, চোপড়ার আমতলা এলাকায় অভিযানে গিযেছিল পুলিশ. সেই সময় তাঁধের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুষ্কৃতীর দল.
এই ঘটনায় পুলিশের দুই আধিকারিক, এক কন্সটেবল ও একজন গাড়ির চালক গুরুতর জখম হন বলে খবর। আহত পুলিশ কর্মীরা শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের ওপর হামলার ঘটনায় এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে.
প্রসঙ্গত, জলপাইগুড়িতেও বুধবার গভীর রাতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীর দল, এই অভিযোগ ওঠে. এর আগেও রাজ্যের একাধিক জায়গায় পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে. এই আবহে প্রশ্ন উঠছে,
যেখানে পুলিশকেই রেয়াত করা হচ্ছে না, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ?