
বিক্রমাদিত্য বিশ্বাস, চোপড়া : চোপড়ার আমতলায় পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও এক। এক যুবতী সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে চোপড়া থানার পুলিশ। বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে.
প্রসঙ্গত, বৃহস্পতিবার চোপড়ার আমতলা এলাকায় অভিযানে গিয়েছিল পুলিশ. সেই সময় তাঁদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুষ্কৃতীর দল. এই ঘটনায় পুলিশের দুই আধিকারিক, এক কন্সটেবল ও একজন গাড়ির চালক গুরুতর জখম হন বলে খবর। এই ঘটনায় বৃহস্পতিবারই এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছিল. এর আগেও রাজ্যের একাধিক জায়গায় পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে. এই আবহে প্রশ্ন উঠছে, যেখানে পুলিশই নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ?