
শেখ এরশাদ, কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে গেলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাত নেড়ে বুদ্ধদেব ভট্টাচার্য সাড়া দিচ্ছেন বলে জানান তিনি। বর্তমানে বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বর্তমানে তার শারীরিক পরিস্থিতি কিছুটা ইতিবাচক হলেও আগামী ২৪ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।