
সদ্য গঠিত বিজেপি বিরোধী জোটের নামকরণ করা হয়েছে ‘ইন্ডিয়া’। আর এই নাম নিয়ে দেশজুড়ে যখন বিতর্ক শীর্ষে, ঠিক তখন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো নিমন্ত্রণ পত্রে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। জি-২০ সম্মেলনে ৯ সেপ্টেম্বর বিদেশি রাষ্ট্রপ্রধান এবং দেশের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নৈশভোজে নিমন্ত্রণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।নিমন্ত্রণ পত্রে লেখা রয়েছে, ‘প্রেসিডেন্ট অফ ভারত’। এই বিষয় সামনে আসার পর প্রশ্ন উঠেছে জাতীয় রাজনীতিতে। মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের সুরে বলেন, দেশের ইতিহাস পাল্টে দেবার কেন্দ্রের বিজেপি সরকার।