
জয়ন্ত সাহা,আসানসোলঃ কয়লা কাণ্ডে গ্রেপ্তার আরও ২। বৃহস্পতিবার সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে এসেছিলেন এক ইসিএল কর্তা-সহ ২ জন। টানা জেরার পর তাঁদের গ্রেফতার করে ইডি। শুক্রবার সকালে ধৃতদের তোলা হয়েছে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে।
জানা গিয়েছে, দুজনের মধ্যে একজন হলেন নরেশচন্দ্র সাহা, যিনি ইসিএল কাজোড়া এরিয়ার জিএম আইইডিপদে কর্মরত। অন্যজন অশ্বিনী কুমার যাদব, তিনি পেশায় সিভিল কন্ট্রাক্টর। উল্লেখ্য, চার্জশিটে যে ৩৪ জনের নাম আছে তার বাইরে এই দুজন। সিবিআই সূত্রে খবর, আদালতে নরেশচন্দ্র সাহা এবং অশ্বিনী কুমার যাদব নিজেদের হেপাজতে নেবার অবেদন করে হয়েছে।