
জয়ন্ত সাহা, আসানসোল : কয়লা কাণ্ডে শুক্রবার ও চার্জ গঠন হলোনা ,পরবর্তী চার্জ গঠনের দিন ৭ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। উল্লেখ্য তেসরা জুলাইয়ের পরে পুনরায় আজ শুক্রবার আসানসোল সি বি আই বিশেষ আদালত তোলা হয় কয়লা পাচার মামলার অভিযুক্তদের। কয়লা পাচার কাণ্ডে মোট ৪৮ জন অভিযুক্ত ছিলেন , তাদের মধ্যে বিনয় মিশ্র পলাতক এবং চার্জশিটে নাম থাকা ওপর এক অভিযুক্ত মারা গেছেন । এছাড়া বাকি সকলেই এদিন হাজির ছিলেন আদালতে।আজকে কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ,জয়দেব মণ্ডল সহ প্রত্যেককে আসানসোল সিবিআই বিশেষ আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারক।সেই মতো তাদের হাজির করা হয়েছিলো।কিন্তু আজ চার্জ শিট গঠন করা হয়নি । তবে সিবিআই যে নতুন চার্জশিটের কপি জমা দিয়েছিলো,তারই কপি অভিযুক্তদের দেওয়া হয়।