
।আশীষ মন্ডল, বীরভূম:
লরি থামিয়ে তোলাবাজি করার প্রতিবাদে এবং জাতীয় সড়ককে যানজট মুক্ত করার দাবিতে বীরভূমের নলহাটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো কংগ্রেস ও বামফ্রন্ট। সোমবার বাম কংগ্রেস নেতা কর্মীরা মিছিল করে নলহাটি থানার সামনে জমায়েত হন। থানার গেট আটকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা। আন্দোলনকারীদের অভিযোগ, রাণীগঞ্জ – মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের নলহাটি থানা এলাকায় শাসক দলের মদতে তোলাবাজি করা হয়।সেই জন্য ঘণ্টার পর ঘণ্টা জাতীয় সড়ক যানজটে অবরুদ্ধ হয়ে থাকছে। ফলে যাতায়াতে সমস্যার পড়তে হচ্ছে এলাকার পথচারী এবং যানবাহনকে। তারই প্রতিবাদেএদিন নলহাটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তারা। যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আগামী ৬ মে থেকে লাগাতার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর ও হুমকি দিয়েছে বাম -কংগ্রেস সমর্থকেরা।