নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক প্রতিহিংসার কারনে কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে হামলা চালানোর অভিযোগ উঠলো তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ভাসাইপাইকর অঞ্চলের ইসলামপুরে। হামলা চালানোর পাশাপাশি ইট পাটকেল ও বাড়ি লক্ষ করে পরপর তিনটি বোমা ছোড়া এবং ইঞ্জিন ভ্যান ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ, পুরনো বিবাদের জেরেই হামলা চালানো হয়েছে।
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে বোমাবাজি ও গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বুধবার সকালেও থমথমে পরিস্থিতি ইসলামপুর এলাকায়।