
সূর্যজ্যোতি পাল, কোচবিহার : রয়েছে সংরক্ষিত কামরার কনফার্ম টিকিট। কিন্তু ট্রেনে উঠেই চক্ষু চড়কগাছ মহিলা যাত্রীর। তার জন্য রেলের বরাদ্দ করা সিটে বসে রয়েছে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ধর্মতলার শহীদ সভায় যাওয়ার কর্মীরা। কর্মীদের তার সিট থেকে উঠে যেতে বললেই পাল্টা কর্মীরা সেই মহিলা যাত্রীকেই উপরের সিটে উঠতে বলে।
দিনহাটা থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার সময় স্টেশনে ট্রেনে উঠেই তার সিট দখল হতে দেখে কার্যত ক্ষোভ ফেটে পড়লেন বেনজির খাতুন নামক ওই মহিলা যাত্রী। যাত্রীর অভিযোগ, তার সাথে রয়েছে তার এক বছরের শিশুসন্তান। নিরাপত্তা এবং আরামদায়ক যাত্রার কথা ভেবে তিনি উত্তরবঙ্গ এক্সপ্রেস এর দিনহাটা থেকে কলকাতার জন্য স্লিপার ক্লাসের টিকিট করেছিলেন। টিকিটের হিসেবে তার জন্য বরাদ্দ রয়েছে এস সিক্স কামরার ৪৫ নম্বর সিট। কিন্তু দিনহাটা রেল স্টেশনে যখন উত্তরবঙ্গ এক্সপ্রেস এসে দাঁড়ায় তিনি ট্রেনে উঠেই দেখেন তার জন্য বরাদ্দ করা সিটে আগে থেকেই বসে রয়েছে ৫-৬ জন তৃণমূল কংগ্রেস কর্মী। তিনি এই বিষয়ে রেল পুলিশকে অভিযোগ জানাদেন বলে জানিয়েছেন।
যদিও কর্মীদের কথায় তারা যে ট্রেনেই যাক না কেন কোন টিকিটের প্রয়োজন নেই। দলীয়ভাবে একুশে জুলাই এর যে ব্যাচ দেওয়া হয়েছে সেটা নিয়েই তারা ট্রেনে উঠে পড়েছেন।
উল্লেখ্য, আগামী ২১ জুলাই কলকাতা ধর্মতলায় রয়েছে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ অনুষ্ঠান। আর তাতেই যোগ দিতে গোটা রাজ্যের সাথে সাথে দিনহাটা মহকুমা থেকেও হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী পাড়ি দিচ্ছেন কলকাতার উদ্দেশ্যে।