
সূর্যজ্যোতি পাল কোচবিহার: বুধবার হাসপাতালে মৃত্যু হল ধর্ষিতা নাবালিকার।উল্লেখ্য নাবালিকা ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল কোচবিহার।গত ১৮ই জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই অসুস্থ ছিল ওই নাবালিকা। অসুস্থ অবস্থায় নাবালিকাকে নিয়ে যাওয়া হয় কোচবিহার জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে হাসপাতাল সূত্রে খবর নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই নির্যাতিতা নাবালিকার মৃত্যু হয়েছে। বুধবার সকালে নবালিকার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক। তার অভিযোগ যারা ধর্ষণ করেছেন তারা প্রত্যেকেই বিজেপি ও বাম সমর্থিত। এবং তিনি আরও বলেন এই বিষয়টি নিয়ে রাজনীতি করতে এসছেন রাহুল সিনহা ।