
সূর্যজ্যোতি পাল,কোচবিহার : খাপাইডাঙ্গায় ধর্ষিত নাবালিকাকে দেখতে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ ও হাসপাতালে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। হাসপাতালে আসার পর এদিন নাবালিকাকে দেখার পর নাবালিকার পরিবারের সঙ্গেও দেখা করেন রাহুল সিনহা। এদিন সংবাদমাধ্যমের সামনে রাহুল সিনহা পুলিশ প্রশাসনের ভূমিকাকে সমালোচনা করে বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। সামাজিক পরিস্থিতি ভীষণ চিন্তাজনক। তিনি আরও বলেন, ঘটনার পর অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করেনি গ্রামবাসীরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিল। এই অভিযুক্তরা কদিন পর ছাড়া পেয়ে যাবে বলে আশঙ্কা রাহুল সিনহার।
রাহুল সিনহা এদিন সংবাদ মাধ্যমের সামনে জানান, এই বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে তিনি কথা বলেছেন। এই ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির জন্য আবেদন জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও তিনি কথা বলেছেন। নাবালিকার চিকিৎসার জন্য সব রকম সাহায্য করা হবে বিজেপির পক্ষ থেকে জানান রাহুল সিনহা।