
নিজস্ব প্রতিনিধি – প্রধান শিক্ষকের প্যানেল তৈরি হওয়ার পরেও কোন কাউন্সিলিং হয়নি। শুধু তাই নয়, তৃণমূলের শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষকদের বাড়ির কাছেই পোস্টিং দেওয়া হয়েছে। এই অভিযোগ নিয়ে পূর্ব মেদিনীপুরের দুটি সার্কেলের সাতজন শিক্ষক আদালতের দ্বারস্থ হন। তাঁরা আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক ব্যক্তি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন। এ বিষয়ে বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়ল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। তিনি সরাসরি মন্তব্য করেন, বদলি সংক্রান্ত সংসদের নীতি কী? মামলাকারি অনেক কিছুই চাইতে পারেন, মামলাকারি বলতে পারেন যে তাঁকে তাঁর বান্ধবীর বাড়ির কাছে পোস্টিং দেওয়া হোক। কিন্তু পোস্টিংয়ের নির্দিষ্ট বিধি কোথায়? বিচারপতি আরও বলেন, বারবার জিজ্ঞাসা করা হলেও জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা রাজ্য কেউই নির্দিষ্ট বিধি দেখাতে পারেনি।