
প্রতীতি ঘোষ,ভাটপাড়া:
ভাটপাড়া পৌর এলাকায় আবারো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে । এবার ভাটপাড়া পৌর সভার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অপর তৃণমূল কাউন্সিলরকে খুন করার জন্য দুষ্কৃতিকে সুপারি দেওয়ার অভিযোগ উঠলো।সেই ঘটনার ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়।যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি ওঙ্কার টিভি ।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মহম্মদ মুমতাজ নামে এক ব্যক্তি দাবি করছেন , তাকে ভাটপাড়া পৌর সভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত, ভাটপাড়া ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নূরে জামাল কে খুন করার জন্য মোটা অংকের টাকার সুপারি দিয়েছে।যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি ওঙ্কার টিভি।
। এই ঘটনা সামনে আসতেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দাবি এই সমস্ত কিছুর জন্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দায়ী। সেই সঙ্গে তিনি আরোও দাবি করেন তাদের দলের কাউন্সিলর গোপাল রাউতের সাথে ভিডিওর ব্যক্তির মহম্মদ মুমতাজের একটা সম্পর্ক রয়েছে কারণ তাকে গোপাল রাউতের সাথে দেখা যেত।ওপর দিকে অর্জুন সিং এর পাল্টা দাবি তোলাবাজির টাকা ভাগ বাটোয়ারা নিয়েই দুই কাউন্সিলরের দ্বন্দ্ব।এর পিছনে তার কোন ভূমিকা নেই।বিধায়কের অভিযোগ সম্পূর্ণ ভিত্তি হীন।আর এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়া পৌর এলাকায়। সেই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।