
ত্রয়ণ চক্রবর্ত্তী: Life @ Love। কথাটা বোধহয় মিথ্যে নয়। নয় বলেই তো সিনেমার বীর-জারা মতো চরিত্ররা ছায়া ছবির বাইরে এসে মাঝে মধ্যেই ধরা দেয় আমাদের রোজের একঘেয়ে জীবনে। ছড়িয়ে দেয় মুঠো মুঠো প্রেম। এই গল্প থুরি ঘটনা অনেকটা তেমনই, পাকিস্তানের জাভেরিয়া আর ভারতের সমীর খানের গল্প। আর তাদের বন্ধনের মেল বন্ধন হতে চলেছে এই কলকাতায়। খুলেই বলা যাক, ২০২০ সালে থাইল্যান্ডে জাভেরিয়ার সঙ্গে আলাপ হয় সমীরের। আলাপের সেই আদিতে নামের পরিচয় ধীরে ধীরে মনের গভীরে গিয়ে কখন যে হৃদয় বদল হয়ে যায়,তা জানে এই দুজন। তবে বাধা বিপত্তিও আসে। তবে সেইসব বাধা পেরিয়ে ভিসা নিয়ে পঞ্জাবের আটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। সেখান থেকে চলে আসে সিটি অফ জয়ে। এই তিলোত্তমার পাকসার্কাসে যে তার মনের মানুষে ঘর। শেষ পাঁচ বছর ভার্চুয়াল প্রেম করেছেন এই যুগল। সব ঠিক থাকলে সেই ভার্চুয়াল প্রেমের বাস্তবতার ভালোবাসা রূপ পেতে চলেছে ৬ জানুয়ারি। পুরো পরিবার এখন মেতে রয়েছে তাদের বিবাহের মৌতাজে। তারা ধন্যবাদ জানিয়েছে ভারত,পাকিস্তান সরকারকেও। বর্তমানে রাজ্যে পড়েছে মিগজাউমের প্রভাব, ঝোড়ো হাওয়া শহরের বুক জুড়ে বেড়াচ্ছে, হয়তো সেই হাওয়ায় ভর করে এই হতে চলা দম্পতির মুঠো মুঠো ভালোবাসাও ঘুরে বেড়াচ্ছে কলকাতায়।