
নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত নির্বাচনের দিন রামপুরহাটে পিটিয়ে খুন করা হয়েছিল এক সিপিএম নেতাকে। সেই ঘটনায় অভিযুক্ত ১২ জন তৃণমূল কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল রামপুরহাট আদালত। রায়ে খুশি মৃতের পরিবার। ২০১৩ সালের ২৩ জুলাই পঞ্চায়েত নির্বাচনের পরের দিন রামপুরহাট থানার সইপুর গ্রামে আক্রান্ত হয়েছিলেন স্থানীয় সিপিএম নেতা হুমায়ুন মীর। অভিযোগ তৃণমূলের কর্মী-সমর্থকরা বাঁশ, লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করে তাঁকে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ২৪ জুলাই মৃত্যু হয় তাঁর।