
ওঙ্কার ডেস্ক: বিগত কয়েকটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের মূল লক্ষ্য বিজেপি হলেও,বুধবার মমতার নিশানায় ছিলো সিপিএম।এদিন আরামবাগের জনসভা থেকে সিপিএম কে কটাক্ষ করে বলেন ওদের আমার মতো কেউ চেনেনা ।আগে ওরা রাজ্য জুড়ে সন্ত্রাস চালাতো।এখন সিপিএমের সেই সব অত্যাচারী হার্মাদরা বিজেপি হয়ে গেছে।আগে সিপিএম মানুষ খুন করে জলে ভাসিয়ে দিতো।এখন তারা সব বিজেপির হয়ে কাজ করছে।তাই বিজেপি জিতলে আবার সন্ত্রাস শুরু হয়ে যাবে।বুধবার আরামবাগের জনসভা থেকে ফের সিপিএম – বিজেপির গোপন যোগসযোগের প্রসঙ্গ তুলে রাম – বাম শিবিরকে একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।