
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : বেকারদের কাজ, শ্রমকোড ও স্মার্ট মিটার সহ বিদ্যুৎ বিল বাতিল, ফসলের লাভজনক দামের নিশ্চয়তা আইন এবং সন্দেশখালির প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারির প্রতিবাদে আইন অমান্য সংযুক্ত কিষান মোর্চা সহ বামপন্থী বিভিন্ন সংগঠনের। মঙ্গলবার বামেদের এসডিও অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার বারুইপুরে. বামফ্রন্ট নেতা তুষার ঘোষের নেতৃত্বে বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বাম কর্মী সমর্থকদের. এরপর এলাকায় গন্ডগোলে ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তুষার ঘোষকে।