
অনসূয়া সিনহা, দুর্গাপুর:- সিপিআইএম ও কংগ্রেসের আইন অমান্য আন্দোলন ঘিরে ধুন্ধুমার জেলায় জেলায়। একই ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে. রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে, এই অভিযোগ তুলে দুর্গাপুর নগর নিগম মোড় অবরোধ করে সিপিআইএম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা। টায়ার জ্বালিয়ে আন্দোলনের সামিল হন তাঁরা। নেতৃত্ব দেন সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার, কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সহ জেলা নেতৃত্বরা। পথ অবরোধ তুলতে এলে পুলিশের সাথে চলে দফাই দফায় ধস্তাধস্তি। হুলুস্থুলকাণ্ড তৈরি হয় নগর নিগম মোড়ে। প্রায় আধঘন্টা ধরে অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন,”সন্দেশখালিতে মহিলাদের ওপর দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে। এছাড়াও রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে’।
এরপর ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ। উল্লেখ্য, দুর্গাপুর ছাড়াও বামেদের আন্দোলনের জেরে উত্তপ্ত বসিরহাট, বহরমপুর, কোচবিহার, বারুইপুর, পশ্চিম মেদিনীপুর