
ওঙ্কার ডেস্ক:ক্রিসমাস কার্নিভাল ঘিরে রণক্ষেত্র হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম। রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রীর সামনে আরেক মন্ত্রীর সঙ্গে পুরপ্রশাসকের হাতাহাতি এবং দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ । গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের কড়া বার্তার পরেও বৃহস্পতিবার এমনই দৃশ্য দেখা গেছে হাওড়ার ডুমুরজলায় ময়দানে আয়োজিত ক্রিসমাস কার্নিভালে। বচসা চলাকালীন রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি তেড়ে যান হাওড়ার পুরপ্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর দিকে। তখন সামনে দাঁড়িয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস,আর সেই ভিডিয়ো ছড়িয়েছে ঝড়ের গতিতে ছড়িয়ে যায় । আর এরপরই কার্নিভাল মঞ্চে অরূপ বিশ্বাস উঠে মনোজ-সুজয়কে মঞ্চে তুলে বিবাদ মেটানোর চেষ্টা করেন । এবং সাংবাদিক বৈঠক করে সাফাই দেন ,ঢোকার গেট টা খুব ছোট ছিল। পায়ে পা লেগে হুড়মুড়িয়ে পড়ে গেছেন দুজন । কোন ঝামেলা হয়নি ।যা হয়েছে সব অতীত ,আমরা এক হয়ে কাজ করছি।
উল্লেখ্য এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই উত্তর চব্বিশ পরগনার একটি কর্মী সভা থেকে দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে নেতা ও কর্মীদের কড়া বার্তা দিয়েছিলেন তৃনমূল সুপ্রিমো।তার পরেই হাওড়ার এই ঘটনা স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে ফেলেছিল রাজ্যের শাসক দলকে।তাই তড়িঘড়ি অরূপ বিশ্বাসকে দিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের দাগ মেটানোর চেষ্টা করা হল বলে অনুমান রাজনৈতিক মহলের।