
সোমনাথ মুখোপাধ্যায়, ওঙ্কারঃ দার্জিলিং থেকে কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, রবিবার সন্ধ্যা নাগাদ তিনি দমদম বিমান বন্দরে পৌঁছবেন। এদিন সংবাদ মাধ্যমের কাছে রাজ্যপাল বলেন “বঞ্চিতদের সঙ্গে কথা বলব। তাঁদের থেকে সরাসরি অভিযোগ শুনব। তার পর শুধু কেন্দ্র নয়, বিষয়টির সঙ্গে যুক্ত সকল পক্ষের সঙ্গে কথা বলব”। তবে কলকাতা ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, তা স্পষ্ট নয়।
রবিবার কালিম্পং জেলার তিস্তা বাজারের বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল। সেখান থেকে বাগডোগরা বিমানবন্দর রওনা দিয়েছেন। রাজভবন সূত্রে জানা গিয়ছে সন্ধ্যা ৭টা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ এবং রাত ৮টার মধ্যেই রাজভবনে পৌঁছে যাওয়ার কথা।
এদিকে রাজভবনের সামনে, চতুর্থ দিনে পরেছে তৃণমূলের ধর্না অবস্থান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছেন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগে তিনি ধর্না থেকে উঠবেন। তবে রবিবারই অভিষেকের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ হবে কি না তা নিয়ে কোনও কিছুই জানা যায়নি।